মুক্ত চেতনা ডেস্ক : পাবনায় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা শীর্ষক এক সভা ও পুরস্কার বিতরণ বৃহস্পতিবার (৭’অক্টোবর) ২০২১ খ্রি. পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সকল সার্কেল অফিসারবৃন্দ, থানার অফিসার ইনচার্জগণ ও অন্যান্য ইউনিট প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দূর্গাপূজায় যথাযথ নিরাপত্তা নিশ্চিতকরণ, সুজানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে পালনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিরন্ত্রণ এবং কনস্টবল নিয়োগ প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করার জন্য উপস্থিত সকলকে নির্দশেনা প্রদান করা হয়।
সভার শুরুতে গেল সেপ্টেম্বর মাসে ভাল কাজের স্বীকৃতি স্বরুপ ১২ জন চৌকস অফিসার ও ফোর্সকে পুলিশ সুপারের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি প্রোগ্রাম এবং ঈশ্বরদী আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার স্বীকৃতি স্বরুপ পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) ফিরোজ কবির কে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
এছাড়াও গেল সেপ্টেম্বর মাসে ভাল কাজের স্বীকৃতি স্বরুপ শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্ধারণ হয় অতিরিক্ত পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্ধারণ হয় আমিনপুর থানার অফিসার ইনচার্জ রওশন আলী।
স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি প্রোগ্রাম এবং ঈশ্বরদী আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার স্বীকৃতি স্বরুপ ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান কে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও শ্রেষ্ঠ ডিএসবি অফিসার নির্ধারণ হয় এসআই মাসুদ রানা, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার সদর ট্রাফিক টিএসআই মিজানুর রহমান, শ্রেষ্ঠ এসআই বেড়া মডেল থানার এসআই এসএম আব্দুল গফুর। মাদকদ্রব্য উদ্ধার ও আইন শৃঙ্খলায় জেলা গোয়েন্দা শাখার এসআই আবু আব্দুল্লাহ জাহিদ। শ্রেষ্ঠ বিট অফিসার পাবনা সদর থানার এসআই ডেভিড হিমাদ্রী বর্মা, শ্রেষ্ঠ এএসআই পাবনা সদর থানার এএসআই জাহিরুল ইসলাম, শ্রেষ্ঠ কনস্টেবল পুলিশ অফিস পাবনার কনস্টেবল/৯৪৯, মাহাবুব মল্লিক।