পাবনায় পুলিশের অভিযানে অস্ত্র গুলি মাদকসহ গ্রেপ্তার ৪

শেয়ার করুন

পাবনা প্রতিনিধি : পাবনায় গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে অস্ত্র, গুলি, ইয়াবা ও হেরোইনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী খান সোমবার (২১ এপ্রিল) বিকেল ৫টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের জানান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান মণ্ডলের তত্ত্বাবধানে ডিবির অফিসার ইনচার্জ মো. হাসান বাসিসহ একটি চৌকস দল সোমবার ভোররাত পৌনে ৫টার দিকে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের কাশিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি মো. জাহিদ হাসান রানাকে (৩৩) গ্রেপ্তার করে। জাহিদ পাবনা সদর উপজেলার দোহারপাড়া এলাকার বাসিন্দা।

একই দিন বেলা ১১টায় হেমায়েতপুর মালিথা পাড়ায় অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করে। তারা হলেন—মো. সাজ্জাদ হোসেন (২৬) এবং মো. আব্দুল রানা (৪৯)। এসময় অভিযানে একটি সচল ৭.৬৫ বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১৩ রাউন্ড গুলি, ২২ বোরের ৪৯ রাউন্ড তাজা গুলি, ৪ হাজার পিস ইয়াবা ও ৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

দুপুর সোয়া ১টার দিকে গয়েশপুর ইউনিয়নের মোহরপুরে অভিযানে মো. রাসেল হোসেনকে (৪৫) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে তুরস্কের তৈরি একটি ১২ বোর শর্টগান এবং ৫ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পাবনা সদর থানায় পৃথক মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *