পাবনায় বজ্রপাতে নিহত ৩; শিলাবৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতি

শেয়ার করুন

পাবনা প্রতিনিধি : পাবনায় জমিতে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কলেজছাত্র সহ ৩জন নিহত হওয়ার ঘটনা ঘটে।

শনিবার (২৯ এপ্রিল-২০২৩ খ্রি.) বিকেলে সুজানগর উপজেলার আহম্মেদপুরের চরগোবিন্দপুর, একই উপজেলার টাকিগাড়া গ্রাম ও আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের বাড়ইপাড়া এলাকায় পৃথকভাবে বজ্রপাতে এসব নিহতের ঘটনা ঘটে। এছাড়াও শিলাবৃষ্টিতে পাবনার বিভিন্ন অঞ্চলে উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সুজানগর উপজেলার রানীনগর ইউনিয়নের টাকিগাড়া গ্রামে মৃত ছায়াত শেখের ছেলে কৃষক রফিকুল ইসলাম (৪২), একই উপজেলার আহম্মেদপুরের চরগোবিন্দপুর গ্রামের আকবর প্রমানিকের ছেলে কৃষক মনিরুজ্জামান এবং অপরজন আটঘরিয়া একদন্ত ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের আব্দুল মজিদ প্রামানিকের ছেলে এনামুল হক ( ২২)। এনামুল পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম, আটঘরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এবং আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান নিহতদের বিষয়ে বলেন, মাঠে ঘাস কাটতে গিয়ে তাদের বজ্রপাতে মৃত্যু হয়। মরদেহ তাদের পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারে খাদ্য সামগ্রীসহ ও আর্থিক সহযোগিতা করা হবে।

পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন এ বিষয়ে বলেন, আমরা বিষয়টি জানতে পেরেছি। দুইজনের পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *