পাবনায় বাজার তদারকি মূলক অভিযান ; ৩২ হাজার টাকা জড়িমানা

শেয়ার করুন

মুস্তাফিজুর রহমান রাসেল : পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ রাখা সহ পণ্যের সঠিক ও গুনগত মান নিশ্চিত করনের লক্ষে পাবনায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছেন।

শনিবার (২৫ মার্চ-২০২৩ খ্রি.) দ্বিতীয় রমজানে সকাল থেকে দুপুর পর্যন্ত শহর ও পৌর বড় বাজার এলাকার বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে তদরকি মূলক অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা অঞ্চলের সহকারী পরিচালক মাহামুদ হাসান রনি। এ সময় অরো উপস্থিত ছিলেন কন্জুমার এ্যাসোসিয়েশনের পাবনা জেলা কমিটির সাধারন সম্পাদক এস এম মাহাবুব আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিক আল কামাল সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এ সময় শহর ও বড় বাজার এলাকায় বেশ কিছু প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বাজার মূল্য তালিকা পরিক্ষা সহ শর্তকতা মূলক মাইকিং করা হয়। ৬টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করে বিভিন্ন পন্য সামগ্রী বিক্রি করার অভিযোগে তাদের নিকট থেকে ৩২ হাজার টাকা আর্থিক জড়িমানা আদায় করা হয়।

অভিযানে মধ্য শহরে অবস্থিত সুনামধণ্য সুপার সপ গোল্ডেন বাসকেটকে বিএসটিআই এর অনুমদনহীন খাদ্য সহ রং করা বেনামে চিপস ও ঘি রাখায় শর্তকতা করে ২০ হাজার টাকা একই সাথে শহরের আরেক সুপারসপ মৌটুসিকে নিজেদের তৈরিকৃত কেকের ওজন কম ও কেকের উৎপাদন ও মেয়াদ উত্তির্ন তারিখ না থাকায় ৫ হাজার টাকা জড়িমানা আদায় করা হয়। একই সাথে অভিযান টিম বড় বাজারের আজমত বেকারীকে নিন্ম মানের কেক রাখায় ২ হাজার টাকা, রজনীগন্ধা মিষ্টি ভান্ডারকে অপরিচ্ছন্ন পরিবেশ ও দই এর বিএসটিআই এর অনুমদন না থাকায় ২ হাজার টাকা জমিমানা আদায় করা হয়। এছাড়া বড় বাজারের একটি খেজুররের দোকানে উন্মুক্ত স্থানে পণ্য বিক্রি করা অভিযোগে ২ হাজার টাকা আর্থিক জড়িমানা আদায় করা হয়।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *