পাবনা প্রতিনিধি : প্রতিদিন একটি ডিম, পুষ্টিময় সারাদিন এই প্রতিপাদ্য নিয়ে পাবনায় বিশ্ব ডিম দিবস উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ৯ টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, শোভাযাত্রা শেষে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচানা সভা অনুষ্ঠিত হয়।
পাবনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো. আল মামুন হোসেন মন্ডল এর সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো. নাজমুল হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে দেন, পাবনা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. সাইফুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্যে দেন, পাবনা জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র ঈশ্বরদী উপ-পরিচালক ডা: কাজী আশরাফুল ইসলাম, পাবনা জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি অফিসার মো. সেলিম হোসেন শেখ।
এ সময় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, পাবনা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা: দেওয়ান ইবনে আব্দুর রাব্বি, পাবনা দি ভেট এক্সিকিউটিভ সেক্রেটারি ডা: মো. তোফায়েল আহমেদ, বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশন পাবনা সদর সেক্রেটারি মো. আলমগীর হোসেন, বিপিআইসিসি প্রতিনিধি ডা: সুমন মিয়া। স্বাগত বক্তব্যে দেন, পাবনা জেলা প্রাণীসম্পদ দপ্তরের জেলা ট্রেনিং অফিসার ডা: কৃষ্ণ মোহন হালদার।
বক্তাগণ, ডিমের বিভিন্ন পুষ্টিগুণ, মানবদেহে ডিমের উপকারিতা, ডিম উৎপাদন বৃদ্ধিতে করণীয়, মানুষের মধ্যে ডিমের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, অসাধু ব্যবসায়ী চক্রের সিন্ডিকেট নিয়ন্ত্রণ, খামারে রোগবালাই নিয়ন্ত্রণে করণীয়, পোল্ট্রি খামারের নীতিমালাসহ পোল্ট্রি খামারের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। এ সময় প্রাণীসম্পদ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।