পাবনায় বিশ্ব পানি দিবস উদযাপন

শেয়ার করুন

শহর প্রতিনিধি : ভূগর্ভস্থ পানি, “অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব” এই প্রতিপাদ্য নিয়ে সোমবার (০৪ এপ্রিল) সকাল ১০টায় পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের মিলনায়তনে আলোচনা সভায় অংশ নেয়।

পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আফরোজা আখতার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকার, জেলা শিক্ষা অফিসার এস এম মোসলেম উদ্দিন, বিসিক শিল্প নগরীর ডি জি এম রফিকুল ইসলাম, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো উপ-পরিচালক আখলাখুজ্জামান, ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা রেজাউল করিম, পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক মোশাররফ হোসেন, উপ বিভাগীয় প্রকৌশলী মো শাহীন রেজা, খলিলুর রহমান, বি আর টি এর সহকারী পরিচালক আব্দুল হালিম প্রমুখ।

আলোচনা সভায় জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার শতবর্ষ পরিকল্পনা বাস্তবায়ন ও স্থায়ী পানি ব্যবস্থাপনার সুফল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *