স্টাফ রিপোর্টার : পাবনার ঈশ্বরদী ও পাবনা সদরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ ও আদায় করা হয়।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো: মাহমুদ হাসান রনি’র নেতৃত্বে এ অভিযানে পাবনা সদরের দাপুনিয়া বাজারের মেসার্স নজরুল স্টোর,
ঈশ্বরদীর নারিচা বাজারে মেয়াদবিহিন ড্যামধরা বস্তাবন্দী বিপুল পরিমান চা এর সন্ধান পাওয়া যায়। এতে শাওন চা কোম্পানী ও পূর্ব নূর মহল্লার আসাদ ফুড প্রোডাক্টসে অভিযান চালানো হয়। এ সময় ৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ৪৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।
এ অভিযানে র্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি চৌকস দল সার্বিক সহযোগীতা।