পাবনা প্রতিনিধি : পাবনায় বিসিক শিল্প নগরীতে এক্সপার্ট সার কারখানাতে মাটি আর বালু মিশিয়ে সার তৈরির অপরাধে ভোক্তা অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে কারখানাটিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় নকল মালামাল জব্দ করা হয়।
মাটি আর বালু মিশিয়ে সার তৈরি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে এক্সপার্ট এগ্রি কেয়ার ইমপোর্ট এন্ড এক্সপোর্ট লিমিডেটের কারখানায় স্যাকচার্লিস দানাদারের পরিবর্তে মাটি আর বালু মিশিয়ে স্যার তৈরির সন্ধান পায়। ফিপ্রোনিল থ্রি জি আর যা মাটিতে মাকড় ধ্বংসে ব্যবহৃত হওয়ার কথা কিন্ত ভেজাল হিসাবে সিলিকন বালু ব্যবহৃত হওয়ায় এবং স্বীকার করে মুচলেকা দেওয়ায় কারখানাটিকে ১ লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে র্যাব ১২ এর একটি চৌকস দল সহযোগিতা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনি জানান, ভেজাল বিরোধী কার্যক্রমে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।