পাবনা প্রতিনিধি : ইসলামিক ফাউন্ডেশন পাবনা জেলা কার্যালয়ের অধীন পরিচালিত “দারুল আরকাম মাদ্রাসা স্থাপন ও পরিচালনা” শীর্ষক প্রকল্পের (২০২২-২০২৩ অর্থ বছর) আওতায় শিক্ষকদের রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়। ২ দিনব্যাপী প্রশিক্ষণে পাবনার ৯টি উপজেলার ৩১ জন ইমাম অংশগ্রহন করেন।
মঙ্গলবার (১১ জুলাই-২০২৩ খ্রি.) সকাল ১০ টায় পি. টি. আই পাবনার কনফারেন্স রুমে প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. স. ম. আব্দুর রহিম পাকন।
ইসলামিক ফাউন্ডেশন পাবনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আবুল কাশেম এর সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য দেন পাবনার সিভিল সার্জন ডাঃ মনিসর চৌধুরী ও পি. টি. আই পাবনার সুপারিনটেনডেন্ট ফরিদ উদ্দিন হায়দার। এছাড়াও বক্তব্য দেন পাবনা জেলা ইমাম সমিতির সভাপতি মোঃ আব্দুস শাকুর জিহাদী।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এই প্রকল্পের আওতায় শিশুর বিকাশ, শিশু স্বাস্থ্য, প্রাথমিক চিকিৎসা, জড়তা দূরীকরণ, শ্রেণি ব্যবস্থাপনা, নৈতিকতা, শুদ্ধাচার, শৃঙ্খলা, শিক্ষার্থী কেন্দ্রিক শিখন ও শিখন শেখানো পদ্ধতি, সচেতনতা, আখলাক, নৈতিকতা, সত্যবাদিতা, জাতীয় পতাকা, জাতীয় সংগীত, সমাবেশ, সাংস্কৃতিক চর্চা সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।