নিজস্ব প্রতিনিধি : মুক্তদৃষ্টি সাহিত্য ও সংস্কৃতি পরিষদ পাবনার উদ্যোগে সঙ্গীত, সাহিত্য আসর ও আলোচনা সভা শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় রানা শপিং কমপ্লেক্স তৃতীয় তলায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
মুক্তদৃষ্টি সাহিত্য ও সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং অনলাইন নিউজ পোর্টাল মুক্তচেতনার সম্পাদক ও প্রকাশক শফিক আল কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মমতাজ রোজ কলির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ইছামতি উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি ও দৈনিক সিনসা পত্রিকার সম্পাদক এস এম মাহবুব আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চারণ কবি ও গল্পকার আমিনুর রহমান খান। এছাড়াও বক্তব্য দেন মুক্তদৃষ্টি সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী কবি জামিল হোসেন, আবৃত্তিকার আসাদ বাবু, কবি আজিজা পারভীন, গীতিকার ও সুরুকার কবি উত্তম কুমার দাস, শিক্ষার্থী ওবায়দুল ইসলাম, মো. রাব্বী প্রমুখ।
বক্তাগণ বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। কোমলমতি শিক্ষার্থীরা বর্তমানে মোবাইল গেমিং এবং ফেসবুক আসক্তি হয়ে পড়ছে। শিক্ষার্থীদের মেধা বিকাশে এই অবস্থা থেকে বেড়িয়ে আসতে মুক্তদৃষ্টি সাহিত্য ও সংস্কৃতি পরিষদের এই উদ্যোগে আন্তরিক সাধুবাদ জানাই। নতুন নতুন লেখক সৃষ্টির সাথে পাঠকও সৃষ্টি করতে হবে। এই সংগঠন সঙ্গীত, অভিনয়, সাহিত্য ও সংস্কৃতি চার্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর শোকাবহ আগস্ট স্বরণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের সদস্যসহ সকল শহীদের প্রতি বিনম্র জানিয়ে আত্মার শান্তি কামনা করা হয়। এছাড়াও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম প্রয়াণ দিবসে শ্রদ্ধা জ্ঞাপন, পাবনার প্রয়াত কবি ওমর আলী, মনোয়ার হোসেন জাহেদী, ঈদ্রিস আলী, আতাউর রহমানসহ সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আত্মার শান্তি কামনা করা হয়।
আলোচনা সভার শেষে প্রতি মাসের তৃতীয় শনিবার সন্ধ্যায় সঙ্গীত, অভিনয়, সাহিত্য আসর ও সংস্কৃতি চার্চার সিদ্ধান্তসহ কতিপয় সাংগঠনিক সিদ্ধান্ত গৃহিত হয়।