পাবনায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : পাবনায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসন, পাবনা জেলা আওয়ামী লীগ, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা প্রেস ক্লাব, অনন্দা গোবিন্দ পাবলিক লাইব্রেরী, হাজী জসীম উদ্দিন কলেজ, শহীদ এম মনসুর আলী কলেজ, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসুচীর মধ্যদিয়ে দিবসটি পালন করে।

মঙ্গলবার (১৪’ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ¢ “দূর্জয় পাবনা”য় শ্রদ্ধাঞ্জলি ও আওয়ামী কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনাসভা, দোয়া মাহফিল সহ নানা কর্মসুচী পালন হয়। এ সময় বুদ্ধিজীবীদের স্মরণে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভে দাড়িয়ে ১ মিনিট নিরাবতা পালন করা হয়। সকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা কর্মসুচীর মধ্যদিয়ে দিবসটি পালন করে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. এম. রোস্তম আলী, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ার খসরু পারভেজ। এরপর শ্রদ্ধা জানান, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, প্রক্টর অফিস, ছাত্র উপদেষ্টা দপ্তর, কর্মকর্তা পরিষদ. কর্মচারী পরিষদ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল কর্তৃপক্ষ, শেখ হাসিনা ছাত্রী হল, বিভিন্ন বিভাগ-সমিতি ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এরপর এক মিনিট নিরবতা পালন করা হয়। শেষে শহীদ আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

পাবনা জেলা আওয়ামীলীগ সকালে বঙ্গবন্ধুর প্রকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভাসহ নানা কর্মসুচী পালন করে। এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপাপ্ত) রেজাউল রহিম লাল, সহ-সভাপতি আব্দুল হামিদ মাষ্ঠার, সাংগাঠনিক সম্পাদক বিজয় ভুষন রায়, মনির উদ্দিন আহমেদ মান্না, শাওয়াল বিশ^াস, সরদার মিঠু আহমেদ, আব্দুল আহাদ বাবু প্রমূখ।
দুপুরে জেলা যুব মহিলা লীগের আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়। জেলা যুবমহিলা লীগের সভাপতি আরেফ খানম শেফালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোলাম ফারুক প্রিন্স এমপি।
পাবনা জেলা প্রশাসন দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আতিয়ূর রহমান, পাবনা প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন, হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আকতার প্রমূখ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *