পাবনা প্রতিনিধি ॥ পাবনায় র্যাবের অভিযানে ১০টি দেশীয় ওয়ান শুটারগানসহ ২ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো পাবনা জেলার সাঁথিয়া থানার গাও হাটবাড়িয়া এলাকার মো. রমজান মোল্লা’র ছেলে মো. বিপ্লব মোল্লা (৩২) ও একই থানার বোয়ালমারী এলাকার মো. চান্দু ফকিরের ছেলে মো. লিটন ইসলাম (২৫)।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানাী কমান্ডার কিশোর রায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (০৫’ আগস্ট) ২০২২ খ্রি. দুপুর ১২টার দিকে র্যাবের একটি বিশেষ দল পাবনা জেলার আতাইকুলা থানার মাধপুর মোড়ে অভিযান পরিচালনা করে ২ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ১০টি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ নিজেদের ওয়ার্কসপে দেশীয় প্রযুক্তির মাধ্যমে অবৈধ অস্ত্র তৈরী করে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাবনা জেলার আতাইকুলা থানায় মামলা রুজু’র কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব-১২’র পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কিশোর রায় আরও জানান, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে র্যাবের অভিযান অব্যহত থাকবে।