স্টাফ রিপোর্টার : পাবনায় ইংরেজি শিক্ষায় দক্ষতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন স্কুলের শিক্ষকদের নিয়ে সেকেন্ডারি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফোরাম (সেল্ফ)’র ৩ বছর মেয়াদী নবগঠিত কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৭ মার্চ-২০২৩ খ্রি.) বেলা ১১টায় সেন্ট্রাল গার্লস হাই স্কুল মিলনায়তেন নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. স. ম. আব্দুর রহিম পাকন।
সেকেন্ডারি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফোরাম (সেল্ফ)’র নবগঠিত কমিটির সভাপতি ও কৃষ্ণপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজীর সিনিয়র শিক্ষক নাছিমা খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক সিনসার সম্পাদক এস এম মাহবুব আলম, লেখক ও সাংবাদিক শফিক আল কামাল ও সেন্ট্রাল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক তালেবুর রহমান।
এর আগে অনু্ষ্ঠানের প্রথম পর্বে বিগত কমিটির কার্যকাল বিলুপ্ত করা হয়। পরে সরাসরি কণ্ঠ ভোটের মাধ্যমে কৃষ্ণপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজী’র সিনিয়র শিক্ষক নাছিমা খন্দকার কে সভাপতি ও সেন্ট্রাল গার্লস হাই স্কুলের সহকারি শিক্ষক সৈয়দ মনির হোসেন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে সেকেন্ডারি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফোরাম (সেল্ফ)’র ৩৮ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যদের মাঝে আছেন সহ-সভাপতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুন্নাহার সরকার, নর্থ পয়েন্ট স্কুলের অধ্যক্ষ ওলিউর রহমান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খুরশীদ আলম মিলন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম, আল আমিন হোসেন লিমন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান কবীর, প্রচার সম্পাদক মাহফুজুর রহমান, সহ-প্রচার সম্পাদক মো. মিজানুর রহমান, আফজাল হোসেন, জানে আলম, দপ্তর সম্পাদক আইনুল ইসলাম, অর্থ সম্পাদক রেহেনা আক্তার, তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল ইসলাম, কল্যাণ সম্পাদক জহুরা আক্তার নাসরীন, মহিলা বিষয়ক সম্পাদক মাহবুবা খাতুন মায়া, সহ-মহিলা বিষয়ক সম্পাদক ফিরোজা বেগম, সুফিয়া খাতুন, কার্যকরী সদস্য খলিলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জি এম রুহুল, ঈশ্বরদী আরাম বাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শেখ রাজীবুল আহসান, পলাশ চক্রবর্তী, সিদ্দিকুর রহমান, মো. সাইদুল হক, রোকসানা জাহান, মো. মনিরুজ্জামান, মো. মনির বিশ্বাস, ফারহানা খালেদ, মো. রবিউল ইসলাম, কে এম রকি, কাজী আবুল ফজল, মাহফুজা আফরোজ সুরোভী, পারভীন আক্তার, মো. সানাউল্লাহ, জহুরুল ইসলাম, মর্জিনা খাতুন ও সিগমা করিম।