মৃক্ত চেতনা ডেস্ক : পাবনায় ২৪ ঘন্টায় নতুন করে ২১৩ জনের দেহে (কোভিড-১৯) করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।
রবিবার (১১’ জুলাই) পাবনার সার্জন ডা. মনিসর চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এদের মধ্যে পাবনার সদরে ০১ জন, ঈশ্বরদীতে ১৪৩ জন, আটঘরিয়ায় ০২ জন, চাটমোহরে ০৩ জন, ভাঙ্গুড়ায় ২১ জন, ফরিদপুরে ০৭ জন, সাথিয়ায় ১৮ জন, বেড়ায় ১১ জন ও সুজানগরে ০৭ জনের দেহে করোনা সনাক্ত হয়েছেন।
তিনি আরও জানান, জনসাধারণ স্বাস্থ্যবিধি না মানায় এবং করোনা সংক্রমণ প্রত্যন্ত গ্রাম পর্যায়ে ছড়িয়ে পড়ায় পাবনাতেও করোনা সংক্রমণ ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। সচেতন না হলে সংক্রমণ ও মৃত্যু আরও বাড়বে। আক্রান্তের একটি বড় অংশ করোনা পরীক্ষা না করা এবং হাসপাতালের বাইরে মারা যাওয়ায় সঠিক পরিসংখ্যান জানা সম্ভব হচ্ছে না।