মুক্তচেতনা ডেস্ক :
পাবনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমান চোরাই স্মার্টফোন মাদক ও অস্ত্রসহ সংঘবদ্ধ দস্যু চক্রের ৩ সদস্যকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ১৪ জুলাই (বুধবার) রাতে পাবনা সদর থানার বলরামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (১৫’জুলাই) দুপুরে স্থানীয় গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে জেলা পুলিশ সুপার কার্যালয়ের মাঠে অভিযান বিষয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান এসব তথ্য জানান। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে জেলাতে মোবাইল ফোন চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। দস্যু চক্র বিভিন্ন সময়ে ছিনতাইসহ বিভিন্ন বাসা বাড়ি থেকে কৌশলে জানালা দিয়ে এ সকল ফোন গুলো চুরি করেছে। তাদের নিকট থেকে ২৪ টি স্মার্টফোন, ১০টি সাধারন ফোন, ১ টি ধারালো চাইনিজ কুড়াল ও ১টি অত্যাধুনিক চাকু, গাঁজা ও ১ মোটর সাইকেল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো সদরের সরদারপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. ওমর ফারুক (২৫), একই এলাকার মিজানুর রহমানের ছেলে মো. নাজমুল হোসেন (৩২) ও বলরামপুর কসাইপট্রি এলাকার মো. মাসুম আহম্মেদ রিপন এর ছেলে মো. তুর্য ইসলাম ওরফে আশিক (১৮)।
আসামীদরে মধ্যে মো. ওমর ফারুক নামে একজনের বিরুদ্ধে মাদক ও চুরিসহ ৪ টি মামলা বিচারাধীন রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পাবনা সদর থানাতে নিয়মিত মামলা দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার, অতিরিক্ত পুলিশ সপুার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্না আল মামুন, সহকারি পুলিশ সুপার প্রবেশনাল রিজুয়ান বিকু, ডিবি ওসি মো. আব্দুল হান্নানসহ জেলা পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা।