পাবনায় ৭০০ চোরাই পাতিহাস ভর্তি পিকাপসহ ৪ দস্যু আটক

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : পাবনার কাশিনাথপুরে সুজানগরের একটি খামার থেকে চুরি যাওয়া ৭০০ পাতিহাস ভর্তি পিকাপসহ ৪ দস্যুকে আটক করেছে পুলিশ।

গ্রেফতারকৃত হলো সিরাজগঞ্জ জেলার সদর থানার কড্ডা (কোনাগাতী) মো. আবু সাঈদ শেখ’র ছেলে মো. লিমন ওরফে রিমন শেখ (২৬), কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানার আন্ধারীঝাড় এলাকার মৃত ইউসুব আলী’র ছেলে মো. আব্দুল বাছেদ (৩৩), সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার ভাদাস এলাকার মো. সেরাত আলী’র ছেলে মো. ইব্রাহিম আলী প্রাং (২৫) ও একই এলাকার মো. ইউসুব আলী’র মো. সোনা উল্লাহ (২৬)। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা মুল্যের ৭০০টি পাতিহাস ও একটি হলুদ রংয়ের পিকাপ (রেজিঃ নং ঢাকা-মেট্রো-গ ১৯-৪৩৫০) উদ্ধার করা হয়।

পাবনার পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী শুক্রবার ( ০৭ এপ্রিল-২০২৩ খ্রি.) এক অনলাইন বিবৃতিতে এসব তথ্য জানান। তিনি আরও জানান ৭ এপ্রিল-২০২৩ খ্রি. রাত পৌনে ২টার দিকে সুজানগর থানার ভায়না গ্রামের মো. শহিদ প্রামানিক ছেলে হাঁসের খামারী মো. সেলিম প্রামানিক (৪৩) ও মো. বাবু আনিছ (১২) দুজনকে খয়রান ব্রীজের নিচে রশি দিয়ে বেঁধে জোর পূর্বক ৪/৫ জন অজ্ঞাতনামা দস্যূরা ৭০০টি পাতিহাস একটি পিআপ গাড়ীতে তুলে নিয়ে কাশিনাথপুরের দিকে যাচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এর নেতৃত্বে সুজানগর, আমিনপুর ও জেলা পুলিশের একটি চৌকস দল কাশিনাথপুর এলাকায় চেকপোস্ট বাসিয়ে অভিযান পরিচালনা করে দস্যু চক্রের ৪ সক্রিয় সদস্য কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সুজানগর থানায় মামরা প্রক্রিয়াধীন রয়েছে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *