শহর প্রতিনিধি : বঙ্গবন্ধু ফাউন্ডেশন পাবনা জেলা কমিটির উদ্যোগে যথাযথ মর্যাদায় আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১১’ আগস্ট) বিকেলে শহরের স্বাগতম চাইনিজ রেস্টুরেন্ট’র কনফারেন্স রুমে জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন ও সাধারণ সম্পাদক এস এম সাজেদুল হক নিলুর সঞ্চালনায় বক্তব্য দেন মো. জাহিদ হোসেন বিশ্বাস পিপলু, মো. সাইফুর রশিদ খান ঝিন্টু, মো. ইমরোজ হোসেন, মো. সাজ্জাদ প্রামানিক বাচ্চু, মো. আব্দুর রাজ্জাক, মো. জাবাল উদ্দিন, মো. সাইদুর রহমান বাদশা ও মো. রেজাউল করিম (ইনু)।
বক্তাগণ বলেন, ১৫ আগস্ট স্বাধীনতা বিরোধী চক্র জাতির পিতা বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে নৃশংসভাবে হত্যা করে বিশ্বের ইতিহাসে এক কালো অধ্যায়ের সূচনা করে। আমরা চক্রান্তকারীদের ধীক্কার জানাই। সেই সাথে যথাযথ মর্যাদায় আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন সহ কতিপয় সাংগঠনিক সিদ্ধান্ত গৃহিত হয়।
এছাড়াও বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির’ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ঠান্ডু ও জেলা কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেন বাদশা অসুস্থ থাকায় তাঁদের রোগমুক্তির জন্য দোয়া করা হয়।