বঙ্গবন্ধু মিশে আছে বাঙালির সত্তায়—সেক্টর কমান্ডারস্ ফোরাম

শেয়ার করুন

মুক্ত চেতনা ডেস্ক : সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ চট্টগ্রাম জেলা ও মহানগরের উদ্যোগে বৃহস্পতিবার (১৭’মার্চ) সকাল ১০ টায় নগরের ঐতিহাসিক লালদীঘি চত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের চট্টগ্রাম জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী। প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. জাহিদ হোসেন শরীফ, নারীনেত্রী দিলোয়ারা ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া।

এছাড়াও বক্তব্য দেন জেলা ও মহানগর মো. সেলিম চৌধুরী, এডভোকেট ইফতেখার রাসেল, সাহেদ মুরাদ সাকু,এডভোকেট সাইফুন নাহার খুশী, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, কামাল হোসেন রিজভী, নুরুল হুদা চৌধুরী, রমিজ উদ্দিন, শফিকুর রহমান, নবী হোসেন সালাউদ্দিন, রাজীব চন্দ, দীপন দাশ, আবসারুল হক, ফারজানা মিলা, কোহিনুর আকতার, সোহেল ইকবাল, শীলা চৌধুরী, আশরাফ খান, ইকবাল করিম, প্রকৌশলী দিলু বড়ুয়া, আচঁল চক্রবর্তী, ফয়সাল বাদশা ও চৈতি বড়ুয়া প্রমুখ।

সভায় বক্তাগণ বলেন, বঙ্গবন্ধু মিশে আছে বাঙালির সত্তায়, গৌরবে বিশ্বাসে চেতনায়। বাংলা, বাঙালি, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অবিচ্ছেদ্য অংশ। শেখ মুজিব মানেই বাংলাদেশ। মুক্তিকামী মানুষের শ্লোগানের নাম শেখ মুজিব। বাঙালি জাতির চেতনার ধমনীতে প্রবাহিত শুদ্ধতম নাম শেখ মুজিব। তিনি চিরন্তন, চিরঞ্জীব; বাঙালির প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে অবিনাশী চেতনা। বঙ্গবন্ধু বাঙালি জাতির স্বাধীনতা নামক মহাকাব্যের মহানায়ক, আবহমান বাংলা ও বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *