বঙ্গবন্ধু’র কারামুক্তি ও স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পাবনায় প্রদীপ প্রজ্জ্বলন ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

শেয়ার করুন

পাবনা প্রতিনিধি : ৮ জানুয়ারী কারামুক্তি ও ১০ জানুয়ারী স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে প্রদীপ প্রজ্জ্বলন এবং প্রজেক্টরের মাধ্যমে প্রামাণ্যচিত্র ও টুঙ্গিপাড়ার মিয়া ভাই চিত্র প্রদর্শন করা হয়।

এ উপলক্ষে রবিবার (০৯’ জানুয়ারী) ২০২২ খ্রি. সন্ধ্যায় পাবনা শহরের আব্দুল হামিদ সড়কের সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের সামনে সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ জেলা শাখা, বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেলা শাখা ও একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ জেলা শাখার উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা আ. স. ম আব্দুর রহিম পাকন কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোমিনুর রহমান বরুণ, দৈনিক পাবনার আলো সম্পাদক মাহফুজ আলী কাদেরী, চলচ্চিত্র নির্মাতা দেওয়ান বাদল, সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ জেলা শাখার দপ্তর সম্পাদক ও এশিয়ান টিভি স্টাফ রিপোর্টার শফিক আল কামাল, সেচ্চাসেবক লীগ জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক বাবু শেখ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেলা শাখার ছাত্র বিষয়ক সম্পাদক মিরাজুল ইসলাম মৃদুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *