সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের হাতিয়ার ছিল কৃষকলীগ। কৃষক হলো জনগণের উন্নয়নের প্রতীক। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কাজেই দেশে এক ইঞ্চি জায়গাও পতিত থাকবে না। বঙ্গবন্ধুর সম্পর্ক ছিল কৃষককুলের সাথে। তিনি কৃষকলীগ প্রতিষ্ঠা করেছিলেন। কৃষকদের উন্নয়নে সমবায়ভিত্তিক কর্মসূচী গ্রহন করেছিলেন। জাতির পিতার স্বপ্ন ছিল কিভাবে সোনার বাংলা বিনির্মান ও জাতিকে অর্থনৈতিকভাবে মুক্ত করা যায়। কিভাবে ভূমিহীন কৃষকদের পুনর্বাসন করা যায়। তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার পিতার স্বপ্ন ও রেখে যাওয়া কর্মসূচী বাস্তবায়ন করেছেন। তিনি আরো বলেন দেশে রাজাকারের অস্তিত্ব এখনো নিশ্চিহ্ন হয়নি সেজন্য কৃষকলীগকে সুসংগঠিত হতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় কৃষকদেরকে উদ্বুদ্ধ করতে হবে। বর্তমান সরকার কৃষকদের সার বীজসহ বিভিন্ন খাতে ভর্তূকি দিয়েছেন। মঙ্গলবার বিকেলে (৬ ডিসেম্বর) ২০২২ খ্রি. সাঁথিয়া উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিউল আলম রঞ্জুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, কৃষকলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সুইট, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক শামছুদ্দিন আল আজাদ, সদস্য আবুল খায়ের আল নাইম, পাবনা জেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুর রহমান শহিদ, সাধারণ সম্পাদক তৌফিকুর আলম তৌফিক, সহ-সভাপতি মেজবাউর রহমান রোজ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর ফিরোজ, সাঁথিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান আলী খাঁন, সাধারন সম্পাদক তপন হায়দার সান। এ সময় আ’লীগ, যুবলীগ ছাত্রলীগসহ অঙ্গ সহযোগীঅ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফকে সভাপতি এবং মোস্তাফিজুর রহমান লেলিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।