পাবনা প্রতিনিধি : উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ ঐতিহ্যবাহী সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার ক্যাম্পাস চত্ত্বরে ঝড়ো বৃষ্টির মাধ্যে বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে।
মঙ্গলবার (৬ মে) সকাল ১০টার দিকে কলেজের পদার্থবিজ্ঞান ভবনের সামনে একটি পুরনো মেহগনি গাছ বজ্রপাতে গাছটি লম্বালম্বি ভাবে দ্বিখণ্ডিত হয়ে যায়। তারপর থেকে কলেজটির শিক্ষার্থী ও স্থানীয়রা গাছের ফেটে যাওয়া অংশটি দেখতে ভীড় জমাতে থাকে। সবচেয়ে আশচর্যের বিষয় হলো গাছটি একটুও পোড়েনি, গাছের পাতার রংও পরিবর্তন হয়নি। বিষয়টি নিয়ে পরে মানুষের মাঝে বেশ কৌতুহলের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে হঠাৎ প্রবল শব্দে বজ্রপাতে মুহূর্তেই আগুনের শিখার মতো ঝলসে ওঠে গাছটি এবং বিদ্যুৎ চমকের মতো আওয়াজে আশেপাশের শিক্ষার্থীরা এদিক ওদিক ছুটতে থাকে। বজ্রপাতে ঐ গাছটি উপর থেকে নিচ পর্যন্ত ফেটে গিয়ে দুইভাগে বিভক্ত হয়ে যায়। এ সময় কেউ আক্রান্ত না হলেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্করে সৃষ্টি হয়।
এদিকে কলেজের পক্ষ থেকে জানানো হয়ছে, আগামীতে যেন এ ধরনের দুর্ঘটনা না ঘটে, সেজন্য ক্যাম্পাসে বজ্রনিরোধক ব্যবস্থা জোরদার করার হবে।
পাবনা ফায়ার সার্ভিসরে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতের ঘটনা অনেক বেড়ে গেছে। বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান না করে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেন তারা।