বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা’র ৮ম সম্মেলন অনুষ্ঠিত

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : “পরিবার সমাজ ও রাষ্ট্রে নারীর সম-অংশিদারিত্ব নিশ্চিত করতে হবে” এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখার ৮ম সম্মেলন অনুষ্ঠিত হয়।

শনিবার (১১ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি.) সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান আব্দুল হামিদ সড়ক প্রদক্ষিণ করে পাবনা পিসিসিএস বাজার মিলনায়তনে সমবেত হয় নেতৃবৃন্দ। পাবনা পিসিসিএস বাজার মিলনায়তনের সম্মুখ চত্বরে বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখার সহ-সভাপতি নুরুন নাহার পুলিশ লাইনস গেটে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বেধনী ঘোষনা করেন। জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা লক্ষী চক্রবর্তী এবং সংগঠনের পতাকা উত্তোলন করেন পাবনা জেলা শাখার সহ-সভাপতি নূরুন নাহার। এছাড়াও জাতীয় সংগীত ও উদ্বোধনী সংগীত পরিবেশন করেন গন্তব্য শিল্প গোষ্ঠী।

বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখার সহ-সভাপতি নুরুন নাহারের সভাপতিত্বে ১ম অধিবেশনে অতিথিবৃন্দের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. কামরুন নাহার জলি, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা লক্ষী চক্রবর্তী, আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তি, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা নাগরিক সমাজের আহবায়ক আব্দুল মতীন খান, পাবনা ওয়াই ডাব্লিউ সি এ এর সাধারণ সম্পাদক হেনা গোস্বামী, পাবনা জজ কোর্ট’র এ্যাড. আবুল কালাম আজাদ বাচ্চু, বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায় ও সহ-সাধারণ সম্পাদক নীলুফা আহমদ নীলা।

মহিলা পরিষদ পাবনা জেলা শাখার সহ-সভাপতি রওশন আক্তার মিন্টুর সভাপতিত্বে ২য় অধিবেশনে সংগঠনের জেলা শাখার প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক এ্যাড. কামরুন নাহার জলি। এছাড়াও সংগঠনের বিভিন্ন উপ-পরিষদের প্রতিবেদন উপস্থাপন করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কামরুন নাহার জোসনা, অর্থ সম্পাদক রেহানা করিম, লিগ্যাল এইড সম্পাদক শরীফা খাতুন সুখী, আন্দোলন সম্পাদক জিনাত সুলতানা, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক মাবিয়া খাতুন, প্রশিক্ষণ সম্পাদক মোছা. রোজিনা আকতার এবং প্রচার-প্রকাশনা ও গনমাধ্যম সম্পাদক চামেলী রিতা কস্তা। এরপর সভাপতির সমাপনী বক্তব্য শেষে পুরাতন কমিটি বিলুপ্ত করে ২য় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখার সাবেক সহ-সভাপতি রওশন আক্তার মিন্টুর সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তি নতুন কমিটি গঠনের কার্যক্রম শুরু করেন। সকলের সম্মতিক্রমে এ্যাড. কামরুন নাহার জলি কে বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি ও কামরুন নাহার জোসনা কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি রওশন আক্তার মিন্টু, নুরুন নাহার, করুনা নাসরিন, বদরুন নাহার, মাহমুদা খাতুন, মাহবুবা রহমান কাজল, মাবিয়া খাতুন, সহ-সাধারণ সম্পাদক জিনাত সুলতান, সাংগঠনিক সম্পাদক রোজী খাতুন, অর্থ সম্পাদক রেহানা করিম, লিগ্যাল এইড সম্পাদক মোছা. শরীফা খাতুন সুখী, আন্দোলন সম্পাদক মঞ্জু আরা ইয়াছমীন, প্রশিক্ষণ সম্পাদক রোজিনা আকতার, পরিবেশ সম্পাদক পারভীন আরা, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক চামেলী রীতা কস্তা, প্রচার-প্রকাশনা ও গনমাধ্যম সম্পাদক রওশন আরা চম্পা, শিক্ষা-সংস্কৃতিক সম্পাদক জাহানারা সিদ্দিকী এবং আরও ১৬ জন কার্যকরী সদস্য নিয়ে মোট ৩৫ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা লক্ষী চক্রবর্তী নতুন কমিটির শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানটি সঞ্চালন করেন বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখার নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক কামরুন নাহার জোসনা এবং সার্বিক সমন্বয় সাধন করেন প্রকল্প সমন্বয়কারী এ এম এস কিবরিয়া প্রিন্স।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *