সংবাদদাতা : দেশব্যাপী বিএনপি জামায়াতের নৈরাজ্যে সৃষ্টির প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতৃবৃন্দরা কঠোর অবস্থান ও মাঠে থাকার ঘোষণা দেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় গেল রবিবার (১০ ডিসেম্বর ২০২২ খ্রি.) ভোর ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত তাঁর এপিএস গাজী হাফিজুর রহমান লিকু’র সার্বিক সহযোগিতায় ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তান মো. হাসানুজ্জামান সোহাগের নেতৃত্বে নেতা কর্মিরা ধানমন্ডি আ.লীগের পার্টি অফিস, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, উত্তরা ১০ সেক্টর এলাকায় কঠোর অবস্থান নেন।
প্রতিবাদ সমাবেশে আরও অংশ নেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক শামসুজ্জামান রুবেল, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. হামিদ, বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বে-সরকারি বিশ্ববিদ্যালয়ের ১ নং সহ-সভাপতি আনিসুজ্জামান সোহেল, বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বে-সরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি মো. সরোয়ার আলম শাকিল ও মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইয়াসির কবির প্রমুখ।
এছাড়াও স্টেট বিশ্ববিদ্যালয়, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়, সোনারগাঁ বিশ্ববিদ্যালয়, ডেফডিল বিশ্ববিদ্যালয়, বিজিএমইএ বিশ্ববিদ্যালয় ও তেজগাঁও কলেজ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক নেতা কর্মিরা প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন।