পাবনা প্রতিনিধি \ পাবনা জেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনের যোদ্ধা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান টিংকু সোমবার (২৫’ অক্টোবর) সকাল ৮টার দিকে ঢাকার সিএমএইচ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে এবং আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান টিংকু কে রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) প্রদানের মধ্যে দিয়ে মঙ্গলবার (২৬’ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় দ্বীপচর স্কুল মাঠে জানাজা নামাজ পড়ানো হবে বলে মুক্তিযোদ্ধা সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ নাদিরা ইয়াসমীন জলি, জেলা পরিষদের মোহাম্মদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও পাবনা জেলা শাখার সভাপতি বীর মুক্তযোদ্ধা আ. স. ম আব্দুর রহিম পাকন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলার মুক্তিযোদ্ধাগণ এবং সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’ ৭১ পাবনা জেলা শাখার নেতৃবৃন্দ ও একাত্তরের মুক্তযোদ্ধা সংসদ জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।