বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবীতে পাবনায় মানববন্ধন ও স্মারকলিপি

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচী বাস্তবায়নের লক্ষে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বিশ্বস রাসেল হোসেন‘র মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন ঘোষিত শিক্ষাব্যবস্থা জাতীয়করণ সহ ৮ দফা দাবী সম্বলিত স্বারকলিপি প্রদান করা হয়।

স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের আহবায়ক দোগাছী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মেনহাজ উদ্দীন‘র সভাপতিত্বে এবং স্বাধীনতা শিক্ষক পরিষদ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের জ্যেষ্ঠ প্রভাষক এস এম মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব সিটি কলেজ পাবনার অধ্যক্ষ সুজন মাহমুদ, যুগ্ম আহবায়ক সামছুল হুদা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এনামুল হক চৌধুরী টগর, স্বাশিপ পাবনা উপজেলা শাখার সভাপতি ও জেলা কমিটির সহ-সভাপতি সামছুল হুদা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ নজরুল ইসলাম বাবু, উপজেলা কমিটির সহ-সভাপতি পাবনা কামিল মাদরাসার উপাধ্যক্ষ আশরাফুল ইসলাম, শহীদ সাধন সঙ্গীত কলেজের অধ্যক্ষ মনিরা পারভীন, সূধীর কুমার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুস সবুর, স্বাধীনতা সংযুক্ত এফতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল ওহাব, স্বাশিপ ঈশ্বরদী শাখার সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শহিদুল ইসলাম, আটঘরিয়া ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, পাবনা সিটি কলেজের সহকারী অধ্যাপক বর্ণা, খতিব আব্দুল জাহিদ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক নান্নু মিয়া প্রমুখ।

মানববন্ধনে জেলা ও উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকমন্ডলী ও কর্মচারীবৃন্দ অংশ নেন। শেষে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের হাতে স্মারকলিপি তুলে দেন স্বাশিপ পাবনা শাখার সভাপতি অধ্যক্ষ মেনহাজ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ এনামুল হক চৌধুরী টগর, অধ্যক্ষ সুজন মাহমুদ, এস এম মাহবুব আলম, উপাধ্যক্ষ নজরুল ইসলাম বাবু, উপাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সহকারী অধ্যাপক আব্দুল হালিম বাচ্চু, প্রভাষক নান্নু মিয়া, এফতেদায়ী মাদরাসার পক্ষে আব্দুল ওহাব প্রমুখ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *