ভাঙ্গুড়ায় দুগ্রুপের মধ্যে দখল নিয়ে সংঘর্ষ আহত ১১

শেয়ার করুন

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় পাচ-বেতুয়ান ক্লাবের দুটি গ্রুপের মধ্যে যায়গা দখল নিয়ে পূর্ব শক্রতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে স্কুল ছাত্রসহ ১১জন আহত হয়। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাত নয়টার কিছু পরে উপজেলার দিলপাশার ইউনিয়নের পাঁছ বেতুয়ান গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই গ্রামের অধিকাংশ পুরুষ পলাতক রয়েছে। তবে পুলিশ বলছে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষের ঘটনায় আহতদের মধ্যে ৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও অপর ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত বছর ওয়াবদা বাধের পানি উন্নয়ন বোর্ড জায়গাতে একটি ক্লাব ঘর প্রতিষ্ঠিত হয়। এরপর ওই ক্লাব নিয়ে এলাকায় এক পক্ষ ৪০ ও অপর পক্ষ ৬০ নামে দুটি গ্রুপ তৈরি করে। পরবর্তীতে উভয় গ্রুপের লোকজন ওয়াবদা বাধের ক্যানাল ভরাটের পর বসতবাড়ী ও দোকানপাট নির্মাণ করে। এরপর থেকেই একটি দোকানঘরকে দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে একাধিকবার দ্বন্দ্ব হয় এবং স্থানীয়ভাবে মীমাংসাও হয়েছিল কিন্তু সেই মীমাংসা বেশী দিন স্থায়ী হয়নি।

এরই ধারাবাহিকতায় আবারো আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল রাতে এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্রশস্ত্র, ইট পাটকেল ও লাঠিসোটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়ে পড়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হন।

সংঘর্ষের বিষয়ে জানতে ৪০ গ্রুপের নজরুল ও ৬০ গ্রুপের সমশেরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া পাওয়া যায়নি। সংর্ঘষের ঘটনা স্বীকার করে দিলপাশার ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান বলেন, আহতদের উন্নত চিকিৎসা ও সার্বক্ষণিক খোঁজ খবর নেওয়া হচ্ছে।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. ফয়সাল বিন আহসান বলেন, এ ঘটনায় শুক্রবার (১৫ এপ্রিল) আইয়ুব আলী বাদী হয়ে ১৩ জনকে আসামী করে ভাঙ্গুড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ শুক্রবার রব্বান আলী (২৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে। বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *