ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা উদযাপন

শেয়ার করুন

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় যথাযথ মর্যাদায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে শনিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়। দিবসটি পালনে ভাঙ্গুড়া উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠন, পৌর সভা, বিএনপি, পল্লী বিদ্যুৎ সমিতি, ভাঙ্গুড়ায় প্রেসক্লাব, স্বাধীনতা শিক্ষক পরিষদ, ব্যবসায়ী সমিতি, ভাঙ্গুড়া শিক্ষক সমিতি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠন কর্মসূচি পালন করে।

ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড চত্বরে স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. মকবুল হোসেনের নেতৃত্বে উপজেলা চেয়ারম্যান বাকি বিল্লাহ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হাসান খান, সরকারি কর্মকর্তারা, সহকারী কমিশনার (ভূমি) বিপাশা হোসাইন ও থানার ওসি ফয়সাল বিন আহসান মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেন ও সাধারণ সম্পাদক মেয়র গোলাম হাসনায়েন রাসেলের নেতৃত্বে ইবনুল হাসান শাকিল, ইমরান হাসান আরিফ, হেলাল উদ্দিন খান সহ আ.লীগ ও অঙ্গ সংগঠন মুক্তিযুদ্ধ স্মৃতিন্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

সকালে উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান বাকি বিল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান, পৌর মেয়র গোলাম হাসনায়েন রাসেল ও থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *