মুক্ত চেতনা ডেস্ক : ভারত-বাংলাদেশ সাহিত্য সাংস্কৃতিক পরিষদ দুই বাংলার আলোচনা সভা শুক্রবার (১০ জুন) ২০২২ খ্রি. বিকাল ৫ টায় ঢাকায় একটি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
ভারত-বাংলাদেশ সাহিত্য সাংস্কৃতিক পরিষদ বাংলাদেশের আহবায়ক লেখক গবেষক মো. নজরুল ইসলাম তামিজীর সভাপতিত্বে ও সদস্য সচিব কবি তৌহিদুল ইসলাম কনক এর সঞ্চালনায় বক্তব্য দেন যুগ্ম-আহ্বায়ক লেখক ও গবেষক আমির হোসেন, লেখক ও গবেষক হুমায়ুন কবির, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গল্পকার কাপ্তান নূর, লেখক গবেষক ড. মুসলিমা জাহান ময়না, সাংবাদিক কামরুজ্জামান জনি, সাংবাদিক আবু হানিফ হৃদয়, যুগ্ম-সদস্য সচিব কবি রোকসানা মহুয়া, কবি অনামিকা চৌধুরি, কবি বাপ্পি সাহা, কবি ইকবাল হোসেন ও কবি সুলতানা রাজিয়া প্রমুখ। এ সময় আরও বক্তব্য রাখেন অভিনেতা বাদল, কবি রওশন আরা, কবি রুবেল আহমেদ, কবি শাহেদ বিপ্লব, কথা সাহিত্যিক আহ্মেদ মনির, কবি জাকিয়া সুলতানা, প্রকাশক জাহাঙ্গীর আলম, কন্ঠ শিল্পী সোহাগ আলী ও নিগার সুলতানা ঝুলি।
অনুষ্ঠানে যুগ্ম-সদস্য সচিব জাকিয়া সুলতানা রচিত কবিতার বইয়ের মোড়ক উম্মোচন করেন বঙ্গবন্ধু গবেষক লায়ন মো. গনি মিয়া বাবুল। পরিষদের আলোচনায় নিয়মিত সাহিত্য সাময়িকী ২ বাংলা প্রকাশিত হবে। এছাড়াও চলতি মাসে প্রকাশিত হবে তৌহিদুল ইসলাম কনক ও অনিন্দিতা বোস সম্পাদিত দুই বাংলা ভালোবাসার কবিতা।