স্টাফ রিপোর্টার : বাংলাদেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. শাহনওয়াজ দিলরুবা খান পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় পরিদর্শন করেন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর ২০২৪ খ্রি.) ড. শাহনওয়াজ দিলরুবা খান শিক্ষা প্রতিষ্ঠানটিতে পরিদর্শনে আসলে বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের নিয়ম শৃঙ্খলায় সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনে উপস্থিত ছিলেন দারুল আমান ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক আবু তালেব মন্ডল, মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা ইকবাল হোসাইন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পাবনার নির্বাহী প্রকৌশলী দীপক কুমার মন্ডল, অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) আবুল বাসার, পাবনা জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী, পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসার গভর্নিং বডির সদস্য মাওলানা জহুরুল ইসলাম খান আশরাফুল আলম হেলাল, আবু হানিফ, উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ ও শিক্ষকবৃন্দ।