মুক্তদৃষ্টি সাহিত্য ও সংস্কৃতি পরিষদের ২০২৫-২৬ বর্ষে নির্বাহী কমিটি

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : “সাহিত্য সংস্কৃতির চর্চা করি, আলোকিত দেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে পাবনায় মুক্তদৃষ্টি সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে কবিতা পাঠ, সঙ্গীত পরিবেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে ২০২৫-২৬ বর্ষে নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় পাবনা শহরের আব্দুল হামিদ সড়কের প্রেসক্লাব গলি রানা শপিং কমপ্লেক্স তৃতীয় তলা দৈনিক সিনসা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনায় সভা ও সাহিত্য আসরে অংশগ্রহন করেন দৈনিক সিনসার সম্পাদক সহকারি অধ্যাপক এস এম মাহবুব আলম, দৈনিক সিনসা নির্বাহী সম্পাদক কবি আমিনুর রহমান খান, ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, সামছুল হুদা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক আসাদুজ্জামান খোকন, কৃষ্ণপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজীর সিনিয়র শিক্ষক মোছা. নাছিমা খন্দকার, আদর্শ গালর্স বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক উম্মে ছালমা কোহিনুর, ফেয়ার হাসপাতালের পরিচালক মাহি বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী কবি মো. জামিলা হোসেন, কবি ও শিক্ষক সালেহা ইমতিয়াজ, কবি ও গল্পকার অশ্রু সাগর আনোয়ার, সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক কবি সুমনা জোয়াদ্দার, কৃষি উদ্যোক্তা কবি মো. মকবুল হোসাইন, কবি গুলশান আরা বেগম নদী, আনন্দ বাজার পত্রিকার জেলা প্রতিনিধি শিশির ইসলাম, দৈনিক সিনসার বিশেষ প্রতিনিধি খালেদ আহমেদ, বিয়িং হিউম্যান বাংলাদেশের সভাপতি শোআইব আহমেদ, আদর্শ গালর্স বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর শিক্ষার্থী মরিয়ম সিগমা ও সেন্ট্রাল গালর্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থী শামস শাহরিয়ার।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। মহান বিজয়ের মাসে সকল শহিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত সাহিত্য প্রেমী সুধীজন। শেষে দৈনিক সিনসার সম্পাদক সহকারি অধ্যাপক এস এম মাহবুব আলম মুক্তদৃষ্টি সাহিত্য ও সংস্কৃতি পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল করতে বিগত কমিটি বিলুপ্ত করে ২০২৫-২৬ বর্ষে নির্বাহী কমিটি ঘোষণা করেন। লেখক সাংবাদিক ও মানবাধিকার কর্মি শফিক আল কামাল কে সভাপতি ও কবি গল্পকার আজিজা পারভীন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নির্বাহী কমিটিতে আরও রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজীর সিনিয়র শিক্ষক মোছা. নাছিমা খন্দকার, সহ-সভাপতি চলচ্চিত্র অভিনেতা গোলাম ফারুক যুবরাজ, কবি ও আবৃত্তিকার মমতাজ রোজ কলি, যুগ্ম-সাধারন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী কবি মো. জামিল হোসেন, আদর্শ গালর্স বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক উম্মে ছালমা কোহিনুর, সাংগঠনিক সম্পাদক কবি ও গল্পকার অশ্রু সাগর আনোয়ার, অর্থ সম্পাদক সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক কবি সুমনা জোয়াদ্দার, দপ্তর সম্পাদক কৃষি উদ্যোক্তা মো. মকবুল হোসাইন, প্রচার ও প্রকশনা সম্পাদক কবি ও গল্পকার ইকবাল কবির রঞ্জু, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক কবি ও গীতিকার উত্তম কুমার দাস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহি বিশ্বাস, নির্বাহী সদস্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডাক্তার ইফতেখার মাহমুদ, সরকারি এডওয়ার্ড কলেজের সহকারি অধ্যাপক কবি এস এম ফরিদ, কন্ঠশিল্পী শামীমা রহমান সীমা, কবি ও শিক্ষক সালেহা ইমতিয়াজ, কন্ঠশিল্পী ও নারী উদ্যোক্তা মনোয়ারা পারভীন, লেখক ও সাংবাদিক খালেকুজ্জামান পান্নু, কবি ও শিক্ষক নুরুজ্জামান সবুজ এবং কবি গুলশান আরা বেগম নদী।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *