পাবনা প্রতিনিধি : মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্থানীয় সরকার বিভাগের সহযোগীতায় সাংস্কৃতিক মন্ত্রনালয়ের ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের উদ্যোগে পাবনায় ৪দিন ব্যাপী বইমেলা শুরু হয়।
বৃহস্পতিবার (৩০’ ডিসেম্বর) বিকেলে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্ত¡রে বেলুন উড়িয়ে ৪দিনব্যাপী বই মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনে সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, শিক্ষাবিদ প্রফেসর কামরুজ্জামান, ডিডি এলজি মোকলেছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, জেল সুপার শাহ আলম খান, পাবনা প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনসুর আলম, ইসলামীক ফাউন্ডেমনের ডিডি ইমামুল ইসলাম, এনডিসি বায়েজিদ বিন আখন্দ, সদর ইউএনও রেইনা প্রমূখ। অনুষ্ঠানের উপস্থাপন করেন সহকারী কমিশনার সাইফুল ইসলাম এবং কোরআন থেকে তেলোয়াত করেন কাচারী পাড়া মসজিদের প্রেশ ইমাম মাও. এনায়েত উল্লাহ।
প্রথম দিনেই মেলায় ছিলো উপচে পড়া ভীড়। শিশুসহ বিভিন্ন বয়সের নারী পুরুষের উপস্থিতি ছিলো লক্ষ্যনীয়। বইমেলাতে ২৪ টি স্টল নিয়ে অংশ নিয়েছে বেশ কয়েকটি প্রকাশনীসহ বিভিন্ন লাইব্রেরি ও প্রতিষ্ঠান। ৪ জানুয়ারী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এই বইমেলা চলবে। বইমেলা অঙ্গনে প্রতিদিন আলোচনা, সঙ্গীত, নৃত্য, নাটক, আবৃত্তি, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণীসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।