মনছুর আলম (পাবনা) : পাবনা জেলার সাঁথিয়া উপজেলার বোয়াইলমারী গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ মোস্তাক এলাহী সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডন লিংকনস ইন, কল টু বার-এর জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ব্যারিস্টার এট ল’ ডিগ্রি লাভ করেন। ব্যারিস্টার মোস্তাক এলাহী প্রাথমিক থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তিনি ২০০৫ সালে বোয়াইলমারী কামিল মাদ্রাসা, সাঁথিয়া, পাবনা থেকে কৃতিত্বের সাথে দাখিল এবং ২০০৭ সালে তামিরুল মিল্লাত মাদ্রাসা, ঢাকা থেকে আলিম পাশ করে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ওয়েলস-এ এলএলবি’তে ভর্তি হন। ইউনিভার্সিটি অফ ওয়েলস থেকে ২০১৪ সালে তিনি সাফল্যের সাথে এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন। ২০১৬ সালে লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে এলএলএম ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি ২০২১ সালের নভেম্বর মাসে সফলতার সাথে সিটি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে বার প্রফেশনাল ট্রেনিং কোর্স সম্পন্ন করেন। সম্প্রতি ২০২২ সালের ১৩ অক্টোবর লন্ডন লিংকনস ইন, কল টু বার-এর জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে ব্যারিস্টার এট ল’ প্রাদান করা হয়।
এদিকে ব্যারিস্টার মোস্তাক এলাহী’র এই সাফল্যে তাঁর পরিবার, আত্মীয়-স্বজন ও গ্রামবাসীর মনে আনন্দের বন্যা বইছে। তাঁর সাফল্যে অভিনন্দন জানিয়েছেন বোয়াইলমারী কামিল মাদরাসার শিক্ষকমন্ডলী, সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের শিক্ষকমন্ডলী ও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শফিকুল ইসলাম এবং সাহিত্য ও বিতর্ক ক্লাব পাবনার সভাপতি, কবি ও প্রাবন্ধিক ড. মো. মনছুর আলম।
উল্লখ্য, ব্যারিস্টার মোস্তাক এলাহী সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজ, সাঁথিয়া, পাবনা-এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ (অব.) মোহাম্মদ আব্দুল মালেক ও বোয়াইলমারী ৪৭ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব.) মমতাজ বেগম-এর প্রথম সন্তান। তিনি দল-মত নির্বিশেষে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সকলের জন্য কাজ করতে চান। ব্যারিস্টার মোস্তাক এলাহী ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সকলের নিকট দোয়া কামনা করেছেন।