পাবনা প্রতিনিধি : দেশের বহুল প্রচারিত দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রধান কার্যালয় অবৈধ ভাবে দখল ও পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল করার প্রতিবাদে পাবনায় মানববন্ধন করেছেন জেলায় কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাবিদকবৃন্দ।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১২ টায় পাবনা জজকোর্ট এলাকায় ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাব সভাপতি যুগান্তর ও চ্যানেল আইয়ের আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক দৈনিক আমার দেশ ও বাসসের প্রতিনিধি জহুরুল ইসলাম, সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাকের রুমী খোন্দকার, দৈনিক সিনসার প্রকাশক সহকারী অধ্যাপক এসএম মাহবুব আলম, দৈনিক ইছামতির নির্বাহী সম্পাদক মোসতাফা সতেজ, বাংলাদেশ টুডের স্টাফ রিপোর্টার আব্দুল হামিদ খান, দ্য ডেইলী স্টারের স্টাফ রিপোটার আহমেদ হুমায়ুন কবির তপু, একুশে টেলিভিশনের আলহাজ্ব রাজিউর রহমান রুমী ও দৈনিক আলোকিত বাংলাদেশের কাজী মাহবুব মোর্শেদ বাবলা। মানববন্ধন কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন দৈনিক যায়যায়দিনের পাবনা জেলা প্রতিনিধি আরিফ আহমেদ সিদ্দিকী ও সঞ্চালনা করেন একাত্তর টিভির প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাসেল।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দৈনিক ইছামতির প্রধান প্রতিবেদক ছিফাত রহমান সনম, যুগ্ম সম্পাদক মোখলেছুর রহমান খান বিপ্লব, অর্থ সম্পাদক আরটিভি ও নিউনেশনের আবুল কালাম আজাদ, পাবনা প্রেসক্লাবের কল্যান সম্পাদক যমুনা টেলিভিশনের কলিট তালুকদার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক বিবৃতির বার্তা সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, দপ্তর সম্পাদক দ্য মর্নিং টাচের বার্তা সম্পাদক মনিরুজ্জামান শিপন, দৈনিক আমাদের সময়ের সুশান্ত কুমার সরকার, ডিবিসি নিউজের পার্থ হাসান, এশিয়ান টিভির ফজলুর রহমান, সাংবাদিক নবী নেওয়াজ, দেশটিভি ও বেতারের শামসুল আলম, ঢাকা পোস্টের রাকিব হাসান, দৈনিক স্বত:কন্ঠের বার্তা সম্পাদক আলমগীর হোসেন অর্থ, প্রথম আলোর ফটো সাংবাদিক হাসান মাহমুদ ডি, বাংলাভিশনের ক্যামেরাপাসন জিয়াউল হক রিপন, সময় টিভির ক্যামেরাপার্সন আসিফ মাহমুদ, যমুনা টিভির ক্যামেরাপার্সন আলা আমিন, চ্যানেল ২৪ এর ক্যামেরাপার্সন রাজাসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন দেশের জনপ্রিয় গণমাধ্যমগুলোর একটি দৈনিক যায়যায়দিন। চার দশক ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ সুনামের সাথে প্রকাশনা চালিয়ে আসছে প্রতিষ্ঠানটি। এতো পুরোনো কোন খবরের কাগজের প্রকাশনা বাতিল করার কোন যৌক্তিকতা আছে বলে আমাদের মনে হয় না। ঈদের আগে আকষ্মিকভাবে একটি সংবাদ মাধ্যম বন্ধ করে সহস্রাধিক কর্মীকে বেকার করার মতো জঘন্য কাজ না করলেও পারতো। অবিলম্বে দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লেয়ারেশন বহালসহ স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনার পথ সুগোম করতে রাষ্ট্রযন্ত্রের প্রতি আহবান জানান। অন্যথায় পাবনা থেকেই দূর্বার আন্দোলনের ডাক দেয়া হবে।
মানববন্ধন শেষে তথ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। পাবনা জেলা প্রশাসক মফিজুল ইসলামের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম।