ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় উপজেলার দক্ষিণ মেন্দা কুমড়াডাঙ্গা গ্রামে বাসিন্দা আবুল হাসান সিদ্দিকী ওরফে হেলাল খান বুধবার (২৮ ডিসেম্বর) ভোররাত ২টার দিকে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৪১ বছর। বেশ কিছুদিন হলো তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, ১ ছেলে ছেলে, ১ মেয়ে পিতা-মাতা, ৪ ভাই সহ আত্মীয়- স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আবুল হাসান সিদ্দিকী ওরফে হেলাল খান শিক্ষা জীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আরবী সাহিত্যে স্নাতকত্তর ও পরে সমাজ বিজ্ঞানে স্নাতকোত্তর অর্জন করেন। ভাঙ্গুড়ায় উপজেলার চকলক্ষ্মীকোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), ফরিদপুর উপজেলার বেড়হাউলিয়া টেকনিক্যাল এন্ড বি এম কলেজ’র অধ্যক্ষ এবং ভাঙ্গুড়া প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক, দৈনিক বাংলাদেশের খবর, দৈনিক আজকালের খবর পত্রিকার ভাঙ্গুড়া প্রতিনিধি ও স্বাধীন খবরের সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করতেন।
কর্মজীবনে তিনি অত্যান্ত সফল, কর্তব্যপরায়ণ, ন্যায় প্রতিষ্ঠায়, প্রতিবাদী অকুতোভয়, সংগ্রামী, হাস্যউজ্জল, অত্যান্ত মিশুক, সামাজিক, পরোপকারী, দানশীল ও সমাজ উন্নয়নে কাজ করতেন। নিজের মনের দুঃখ-কষ্ট গোপন করে, কাউকে বুঝতে না দিয়ে অপরের কল্যাণে কাজ করতেন। পিতা মাতার অত্যান্ত বাধ্যানুগত কর্তব্যপরায়ণ ও স্নেহধন্য ছিলেন। সমাজের সবার সাথে তিনি হাসিমুখে কথা বলতেন।
মরহুমের ১ম নামাজে জানাজা বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে এবং বিকাল ২টায় মরহুমের গ্রামের বাড়ি কৈডাঙ্গা কবরস্থানে ২য় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।
নামাজে জানাজাতে উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম হাসনাইন রাসেল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান, উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষা অফিসার হাসান আলী, সেলিম রেজা, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি ও সরকারী হাজী জামাল উদ্দিন অনার্স ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুব উল আলম বাবলু, ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিকাশ চন্দ্র চন্দ, সকল স্তরের শিক্ষক, সহকর্মী, গণমাধ্যম কর্মীবৃন্দ সহ সর্বস্তরের মানুষ।