শহর প্রতিনিধি : শিক্ষার মান উন্নয়নে নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি পাবনা জেলা শাখার উদ্যোগে প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৪ সেপ্টেম্বর) ২০২২ খ্রি. সকাল ১০ টায় পাবনা শহরের কালাচাঁদপাড়া ভেনাস কনভেনশন সেন্টার মিলনায়তনে অনুষ্ঠানে সংগঠনটির পাবনা জেলা শাখার সভাপতি মাহমুদ হাসান জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সচিব কে এম মোবারক হোসেন মানিকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবু তালেব।
উদ্বোধন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ আলী। প্রধান আলোচকের আলোচনা করেন পাবনা সদরের উপজেলা শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি’র বক্তব্য দেন সহকারি শিক্ষা অফিসার বেলাল হোসেন, নীতিষ কুমার সাহা, সাঈদা শবনম, নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির যুগ্ম-মহাসচিব মো. আসাদুজ্জামান (বিপ্লব), রাজশাহী বিভাগীয় কমিটির সদস্য সচিব মো. ইয়াকুব আলী, সাংগঠনিক সচিব মো. আব্দুল আখের রাশেদী, শিক্ষা সচিব মো. খাইরুল আলম, প্রচার ও প্রকাশনা সচিব মো. হুমায়ুন কবির রিপন, রংপুর মহানগর শাখা সচিব শেখ মো. আজহারুল ইসলাম প্রমুখ।
শেষে আগত অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় শিক্ষকদের মাঝে সদনপত্র দেওয়া হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়।