রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার হলে ছাত্রলীগ কর্তৃক শিক্ষার্থীকে নির্মম নির্যাতন ও টাকা ছিনতাই, বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীদের ধারাবাহিক হয়রানি ও নিপীড়ন এবং শিক্ষাঙ্গনে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দীন আহমদ সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে নিপীড়ন বিরোধী ছাত্র-শিক্ষক ঐক্যের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করে।
এতে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ খানের সঞ্চালনায় সালেহ হাসান নকীব বলেন, রাজনীতি একটি দারুণ জিনিস যখন সেটার মাঝে কল্যাণকামিতা থাকে। আমরা যেটাকে রাজনীতি বলছি সেটা হচ্ছে মাস্তানি, গুন্ডামি, টেন্ডারবাঁজি। ছাত্রলীগের দ্বারা গোপনে এই ধরনের নিপীড়ন প্রতিনিয়ত চলছে। আমরা এই ঘটনার পুনরাবৃত্তি চাই না। এদের শাস্তির আওতায় আনা হোক।
এছাড়াও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগি অধ্যাপক কাজী মামুন হায়দার বলেন, এই বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী কাজ করে নিজের পড়াশুনা এবং পরিবার চালাচ্ছেন এমন একজন নিরিহ শিক্ষার্থীর থেকে চাঁদা দাবি করা এবং কাউকে কিছু বললে আবরারের মতো অবস্থা করা হবে এমন হুমকি দেওয়া, আরও অনেক ঘটনা হয়তো আমাদের অগোচরে রয়ে গেছে। এই ঘটনাগুলোর দ্রুত ব্যবস্থা হোক তা না হলে এই বিশ্ববিদ্যালয় শেষ হয়ে যাবে।
এছাড়াও আরও বক্তব্য রাখেন, রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর, নাঈম, ছাত্র ফেডারেশনের মহাব্বত হোসেন মিলন, মেহেদী, আমানুলাহ খান সহ আরও অনেকেই।
উল্লেখ্য গত শুক্রবার (১৯ আগস্ট) রাতে রাবির অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সামসুল নামের এক আবাসিক শিক্ষার্থীকে তিনঘণ্টা আটকে রেখে মারধর এবং জোরপূর্বক ২০ হাজার টাকা ছিনতাই করার অভিযোগ ওঠে ছাত্রলীগের নেতার বিরুদ্ধে।