শীঘ্রই ঈশ্বরদী বিমানবন্দর চালু করা হবে —– প্রতিমন্ত্রী মাহবুব আলী

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, পাবনার রানা পার্ককে আধুনিকায়নে সরকার সব সহযোগিতা করবে এবং শীঘ্রই ঈশ্বরদী বিমানবন্দর চালু করা হবে। শুক্রবার (১৫’ অক্টোবর) রাত সাড়ে ১১ টায় পাবনার রানা ইকো পার্ক এন্ড পিকনিক স্পটের নব নির্মিতি ফোয়ারার উদ্বোধনকালে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এ কথা বলেন।

তিনি আরো বলেন, খুব শীঘ্রই যেন ঈশ্বরদী বিমানবন্দর চালু করা হয় এজন্য আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো। সারা বাংলাদেশে পুরাতন বিমান বন্দরের রানওয়ে বৃদ্ধিসহ ডিজিটালাইজ করা হবে, দেশের পর্যটন খাতে বর্তমান সরকার নানা মুখি উন্নয়ন করবে, বেসরকারি রানা ইকো পার্ক’র মতো পর্যটন খাতে সর্বত্র সহয়তা কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, পাবনা-১ আসনের সাংসদ সদস্য এ্যাডভোকেট শামসুল হক টুকু এসপি, পাবনা-সিরাজগঞ্জ (সংরক্ষিত আসনের) এমপি নাদিরা ইয়াসমিন জলি, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয়ে সচিব মোকাম্মেল হোসেন, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মোশারোফ হোসেন, পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানাসহ স্থানীয় আ.লীগ নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে পাবনা সার্কিট হাউজে তাঁকে গার্ড অব অনারের মাধ্যমে সম্মান জানানো হয়।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *