সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় বিচার না পাওয়ার আশঙ্কায় হতাশায় রুকসানা খাতুন (১৮) নামের এক যুবতী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে উপজেলার সুন্দরকান্দি গ্রামের রাশিদুল ইসলামের মেয়ে।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, রুকসানা খাতুনের সাথে একই গ্রামের আব্দুর রহমানের ছেলে নাদের আলী(২৫) বিয়ের প্রলোভন দিয়ে প্রেমের গভীর সর্ম্পক গড়ে তোলে। পরে বিয়ে না করায় রুকসানা খাতুন বাদী হয়ে পাবনার বিজ্ঞ আদালতে ধর্ষণের অভিযোগে একটি পিটিশন মামলা দায়ের করে। পিটিশন নং ১০/২০২২। মামলায় গত বছর ১০ নভেম্বর ২০২২ খ্রি. নাদের আলী আদালতে হাজিরা দিলে জামিন নামঞ্জুর হয়। নাদের আলী এ বছর গত ১২ ফেব্রয়ারী ২০২৩ খ্রি. আদালত থেকে জামিন প্রাপ্ত হয়ে বাড়ি আসে। অভিযুক্ত নাদের আলীর জামিন হওয়ায় বুধবার (১৫ ফেব্রয়ারী ২০২৩ খ্রি.) সকাল সাড়ে ৯ টার দিকে নিজ বাড়ির শয়ন কক্ষে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁসি নিয়ে রুকসানা আত্মহত্যা করে।
এ বিষয়ে রুকসানার বাবা জানান, বিচার না পাওয়ার আশঙ্কায় তার মেয়ে আত্মহত্যা করেছে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার( বেড়া সার্কেল) , সাঁথিয়া থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম (ওসি) ঘটনা স্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে পাবনা মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে সাথিয়া থানায় একটি ইউডি মামলা দায়ের হয়।