নিজস্ব প্রতিনিধি : সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে পাবনায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে শহরের প্রধান আব্দুল হামিদ সড়কে প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বুধবার (২০ অক্টোবর) বেলা ১১ টায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক কবি আলমগীর কবীর হৃদয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন জোটের সাধারণ সম্পাদক ও সেক্টর কমান্ডারর্স ফোরাম- মুক্তিযু্দ্ধ’৭১ জেলা শাখার যুগ্ম-সম্পাদক মো. আশরাফ আলী, জোটের সাংগঠনিক সম্পাদক ভাষ্কর চৌধুরী, রুপান্তর সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি দেওয়ান মাজহার, মুক্তদৃষ্টি সাহিত্য ও সাংস্কৃতি পরিষদ’র সভাপতি সাংবাদিক শফিক আল কামাল, মিডিয়া এ্যাসোসিয়েশন সভাপতি মো. সুমন আলী, গণশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক এ্যডভোকেট মোশফেকা জাহান কণিকা, দর্পণ সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, উত্তরণ সাহিত্য আসর পাবনার সাধারণ সম্পাদক কবি মঞ্জুরুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নির্বাহী সদস্য ফরিদুল ইসলাম খোকন, সালফি আল ফাত্তাহ, বিপ্লব ভৌমিক।
এছাড়াও বক্তব্য দেন কবি আদ্যনাথ ঘোষ, মিডিয়া এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মীর ফজলুল করিম বাচ্চু, শ্রী জীবন কুমার সরকার, নাট্য কর্মি হিরোক ও প্রবীর সাহা প্রমূখ।
বক্তাগণ বলেন, সম্প্রতি মন্দিরে পবিত্র কোরআন শরীফ রাখা কে কেন্দ্র করে কুমিল্লা রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা অগ্নি সংযোগের ঘটনা ঘটে। মানববন্ধনে সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। সেই সাথে দেশের শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এই ঘটনার সাথে জড়িদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।