সিনসা সাহিত্য আসর’র ৮ম বর্ষে পর্দাপন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : প্রবীণ রাজনীতিবিদ পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রেজাউল রহিম লাল বলেছেন, সাহিত্যই পারে যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি ২০২৩ খ্রি. ) সন্ধ্যায় দৈনিক সিনসা কার্যালয়ে সিনসা সাহিত্য গোষ্ঠীর উদ্যোগে সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। তিনি আরও বলেন ,পাবনার ঐহিত্যবাহী ইছামতি নদী উদ্ধারের বিকল্প নেই। ইছামতি নদী পুনরায় দখলের প্রতিযোগিতা চালাচ্ছে কতিপয় ব্যক্তি। এদের হাত থেকে নদী রক্ষা করতে হবে। এ ব্যাপারে পাবনার সর্বস্তরের জনগনকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ (অব.) আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে এবং সিনসা সাহিত্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা এস এম মাহবুব আলমের সঞ্চালনায় সাহিত্য আসরে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ ইঞ্জি. হাফিজুর রহমান, জেলা কৃষকলীগের সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান, দৈনিক সিনসা নির্বাহী সম্পাদক আলহাজ্ব আমিনুর রহমান খান এবং শিক্ষা সাগর বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জেবুন্নেছা ববিন।

সাহিত্য আসরে শুভেচ্ছা বক্তব্য, কবিতা পাঠ ও সঙ্গীত পরিবেশনে অংশ নেন শহীদ এম মনছুর আলী ডিগ্রী কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় চেয়ারম্যান ড. আল আমিন, সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াকুব আলী, পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নন টেক বিভাগের বিভাগী প্রধান আলী আকবর রাজু, জোড়গাছা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জিয়াউর রহমান জিয়া, মুক্তদৃষ্টি সাহিত্য ও সংষ্কৃতিক পরিষদের সভাপতি শফিক আল কামাল, এম এস ল্যাবরোটারীর (ইউনানী) ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম ফারুক, কৃষিবিদ জাফর সাদেক, সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ, কবি ও গল্পকার খান আনোয়ার, মুক্তদৃস্টি সাহিত্য ও সংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক মমতাজ রোজ কলি, পাঠশালার সাধারণ সম্পাদক, দৈনিক আনন্দ বাজার জেলা প্রতিনিধি শিশির ইসলাম, সাবেক সেনা সদস্য আব্দুল হালিম, শিক্ষক ও মানবাধিকার কর্মী সাঈদ উল ইসলাম, নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী গন্থাগার আবু তাহের, পাবনা প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি রমজান আলী, কবি মধুসুদন মজুমদার, ছড়াকার মহসিন আলী, কবি ও গীতিকার উত্তম কুমার দাস, কবি ও সাংবাদিক মো.সবুজ, মো. সেলিম, শিক্ষার্থী মো. রিয়াদ প্রমুখ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *