স্বাধীনতা দিবসে প্রেসক্লাব পাবনা’র আলোচনা সভা ও দোয়া মাহফিল

শেয়ার করুন

পাবনা প্রতিনিধি : মহান স্বাধীনতা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে “প্রেসক্লাব পাবনা” এর উদ্যোগে সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বুধবার (২৬ মার্চ) বিকেলে “প্রেসক্লাব পাবনা” মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ডাঃ এম এ সাত্তার, অধ্যাপক এ এস এম আব্দুল্লাহ, ৫ আগস্ট’২৪ এর শহিদ মাহবুব আলম নিলয়ের বাবা আবুল কালাম আজাদ ও শহিদ জাহিদের বাবা দুলাল মাস্টার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব পাবনা’র সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল রানা বিপ্লব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি শফিউল আলম দুলাল, সহ-সভাপতি দৈনিক উন্নয়নের কথা’র সম্পাদক আবুল হাশেম, যুগ্ম-সাধারণ সম্পাদক এস এ টিভি জেলা প্রতিনিধি কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শফিক আল কামাল, অর্থ সম্পাদক দৈনিক এ যুগের দীপ সম্পাদক ওমর সরকার, প্রচার সম্পাদক দৈনিক অপরাধ বিচিত্রা’র জেলা প্রতিনিধি সেলিম মাহমুদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক কলমিষ্ট ড. ইদ্রিস আলম, কল্যাণ সম্পাদক বাংলাখবর প্রতিদিনের স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল মোমিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহনা টিভির জেলা প্রতিনিধি(পূর্ব) ইকবাল হোসেন, নির্বাহী সদস্য দৈনিক বাংলার নবকন্ঠ’র জেলা প্রতিনিধি মোঃ জামিল হোসেন ও দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি মোঃ সিয়াম প্রমুখ।

শেষে সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *