২১শে আসস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি পাবনায় আ.লীগের শ্রদ্ধা

শেয়ার করুন

মুক্ত চেতনা ডেস্ক : ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি নানা কর্মসুচীর মধ্যদিয়ে শ্রদ্ধা জানিয়েছেন পাবনা জেলা আওয়ামী লীগ। পুষ্পার্ঘ অর্পণ, কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিত, দোয়া মাহফিল, আলোচনা সভাসহ নানা কর্মসুচী পালন করে পাবনা জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।

দলীয় সুত্রে জানাযায় শুক্রবার (২০’ আগস্ট) রাত ০০.০১ মিনিটে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ২১ আগষ্ট গেনেট হামলায় নিহতদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করবেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। শনিবার সকালে পাবনা জেলা আওয়ামী লীগ শহীদদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্র্ধনমিত, কালো ব্যাচ ধারণ, দোয়া মাহফিল ও আলোচনা সভাসহ নানা কর্মসুচী পালন করা হয়।

জেলা আওয়ামী লীগের ভারপাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল এর সভাপতিত্বে এসব কর্মসূচিতে অংশ গ্রহন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, নাদিরা ইয়াসমিন জলি এমপি, জেলা আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, চন্দন কুমার চক্রবর্তী, বিজয় ভুষন রায়, কামিল হোসেন, মোশারোফ হোসেন, তসলিম হাসান সুমন, সোহেল হাসান শহীন, শাজাহান মামুন, কামরুল হাসান মিন্টু, শাওয়াল বিশ্বাস, সরদার মিঠু আহমেদ, এ্যাড. আব্দুস সামাদ রতন, এ্যাড. ওবায়দুল হক, লিয়াকত তালুকদার, জেলা কৃষক লীগের সভাপতি মহীদুর রহমান শহীদ, যুবলীগ নেতা আলী মতুর্জা ্িবশ্বাস সনি, জেলা স্বেচ্চাসেবক লীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলু, যুব মহিলা লীগের সভাপতি এ্যাড. আরেফা খানম শেফালী, উপজেলা আওয়ামীলীগ নেতা শেখ রাসেল আলী মাসুদ, আবু সাইদ খান, রবিউল ইসলাম রবি, পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি প্রমুখ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *