অলিম্পিক ওয়ার্ল্ড গেমস্-এ ১৬টি পদকপ্রাপ্ত পাবনার কৃতি খেলোয়ারদের সংবর্ধনা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড গেমস্ বার্লিন ২০২৩-এ অনুষ্ঠিত বাংলাদেশ দলের মোট ১৬টি পদকপ্রাপ্ত পাবনার কৃতি খেলোয়ারদের সংবর্ধনা দেওয়া হয়। রিফাত স্মৃতি সংঘ ও রিফাত মানবিক বধির সংস্থার ব্যবস্থাপনায় পাবনা সদর উপজেলা পরিষদ এই উদ্যোগ নেয়।

রবিবার (৩০ জুলাই ২০২৩ খ্রি.) রাতে পাবনা শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত সংবর্ধনা
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক
প্রিন্স।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়মীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. স. ম. আব্দুর রহিম পাকন, জেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ রেজাউল রহিম লাল, অতিরিক্ত জেলা প্রশাসক শরিফ আহমেদ, পৌর মেয়র শরিফ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হাসিবুল বেনজীর, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড জাকির হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন রিফাত স্মৃতি সংঘের সভাপতি মুস্তাকিম মুহিব।

অনুষ্ঠানে স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড গেমস্ বার্লিন ২০২৩ বাংলাদেশ দলের ১২টি স্বর্ণ ও ৪টি ব্রোঞ্জ নিয়ে মোট ১৬টি পদকপ্রাপ্ত পাবনার ১২জন কৃতি
খেলোয়ারদের সংবর্ধনা দেওয়া হয়।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *