পাবনা বনমালী শিল্পকলায় আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত

শেয়ার করুন

শহর প্রতিনিধি : পাবনার ঐতিহ্যবাহী বনমালী শিল্পকলা কেন্দ্রে স্কয়ার গ্রুপের পরিবেশনায় আবৃত্তি সন্ধ্যা “গহীনের স্বপ্ন” অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৭ জানুয়ারি ২০২৩ খ্রি.) সন্ধ্যায় স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় রুচি নিবেদিত অনুষ্ঠানের শুরুতেই স্কয়ারমাতা প্রয়াত অনিতা চৌধুরীর আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে বাংলা সাহিত্যের খ্যাতনামা কবিদের কালজয়ী কবিতার একক, দ্বৈত এবং সমবেত মনোমুগ্ধকর আবৃত্তি পরিবেশন করেন স্কয়ার গ্রুপের বিভিন্ন প্লান্টের শিল্পীরা।
সরকার শরীফ শিবলীর পরিকল্পনায়, মাজেদা পারভিন ও হাবিবুল্লাহ জোয়ার্দারের গ্রন্থনা ও নির্দেশনায় এ অনুষ্ঠানটির সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন বনমালী শিল্পকলা কেন্দ্রের আবৃত্তি উপ-পরিষদের আহবায়ক মিসেস সোহানী হোসেন। তত্বাবধায়নে ছিলেন সাধারন সম্পাদক ড. মো: হাবিবুল্লাহ।

বনমালী শিল্পকলা কেন্দ্রের সভাপতি ও স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. স. ম. আব্দুর রহিম পাকন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ বিপুল সংখ্যক দর্শক মনোমুগ্ধকর আবৃত্তি উপভোগ করেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *