সুজানগরে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে’র পুরস্কার বিতরণী

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে পাবনার সুজানগরে মাসব্যাপী শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

শনিবার (১৮ মার্চ-২০২৩ খ্রি.) বিকেলে সুজানগরের মথুরাপুর উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে ফাইনাল খেলা উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্কয়ার গ্রুপের পরিচলাক ও মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু।

বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. স. ম. আব্দুর রহিম পাকন। সভাপতিত্ব করেন সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আব্দুল ওহাব।

এ সময় আরও উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, জেলা আওয়ামী লীগের যুগ্ম স¤পাদক কামরুল হাসান মিন্টু, কামরুজ্জামান উজ্জল ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সমস্পাদক সোহেল হাসান শাহীন, বেড়া উপজেলা চেয়ারম্যান রেজাউল হক বাবু, আনিছুজ্জামান দোলন, আটঘড়িয়া উপজেলা চেয়ারম্যান তানভির ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক সাহাদত হোসেন, সুজানগর পৌর সভার সাবেক মেয়র তোফাজ্জেল হোসেন তোফা, দুলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান সিরাজ,সাগরকান্দি ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান শাহীন চৌধরী, তাঁতিবন্ধ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মৃর্ধা, ভাঁয়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন উদ্দিন, রানীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিক হাসান পিযুস,আহম্মাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, মানিকহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল ইসলাম শফি ও রাসেল ট্রেন্সফোর্টের সত্ত্বাধীকারী রাসেল হোসেনসহ জেলা উপজেলার নেতিৃবৃন্দ।

ফাইনাল খেলায় আইয়ুব খান স্মৃতি সংঘ পাবনা দোগাছি ১-০ গোলে চরপাড়া ফুটবল একাদশ সুজানগরকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আগত অতিথিবৃন্দ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *